• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

কুলাউড়ায় শপথ নিলেন ১২ ইউনিয়নের ১৫৬ জন বিজয়ী-কমলগঞ্জ বার্তা

Reporter Name / ২০০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

কুলাউড়া প্রতিনিধি ॥

তৃতীয় ধাপে অনুষ্ঠিত মৌলভীবাজারের কুলাউড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ১২জন চেয়ারম্যানসহ সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ আসনের সদস্যরা শপথ নিয়েছেন। সোমবার ১৭ জানুয়ারিদুপুরে কুলাউড়ায় নব নির্মিত জেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবেআইনী জটিলতা থাকায় এক ইউনিয়নের নির্বাচিতদের শপথ গ্রহণ হয়নি। জানা যায়, কুলাউড়া উপজেলার ১৩টিইউনিয়নের নির্বাচন ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। নব নির্বাচিতদের শপথের সম্ভাব্য তারিখ ছিলো গত ৪ জানুয়ারি।কিন্তু কুলাউড়া সদর ইউনিয়নের পরাজিত প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান নার্গিস আক্তার বুবলী ভোট কারচুপিরঅভিযোগ এনে উচ্চ আদালতে একটি রিট পিটিশন নং ১২৪৩৩/২০২১ দায়ের করেন। এর প্রেক্ষিতে উপজেলার১৩ ইউনিয়নের নির্বাচিতদের শপথ গ্রহণের তারিখ স্থগিত করা হয়। আইনী জটিলতা থাকায় গত ৯ জানুয়ারিনির্বাচন কমিশন কুলাউড়া সদর ইউনিয়ন বাকি রেখে বাকি বরমচাল, ভূকশিমইল, ভাটেরা, জয়চন্ডী, ব্রাহ্মণবাজার, কাদিপুর, রাউৎগাঁও, টিলাগাঁও, হাজীপুর, শরীফপুর, পৃথিমপাশা ও কর্মধা ইউনিয়ন পরিষদেরচেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে নির্বাচিতদের শপথ আয়োজনের জন্য জেলা প্রশাসকবরাবরে চিঠি দেয়া হয়। ওই চিঠির আলোকে ১৭ জানুয়ারি ১২ ইউনিয়নের নির্বাচিতদের শপথ অনুষ্ঠানে আয়োজনকরে কুলাউড়া উপজেলা প্রশাসন।

সোমবার ওই ১২ ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যসহ মোট ১৫৬ জন বিজয়ী শপথগ্রহণ করেন। চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা এবং সাধারণ সদস্যও সংরক্ষিত নারী সদস্যদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম ফরহাদ চৌধুরী।

পরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যদেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক) তানিয়া সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য দেনজেলা পরিষদ চেয়াম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদসলমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহাফেরদৌস চৌধুরী পপি, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবাল।উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবাল বলেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় কুলাউড়া সদর ইউনিয়নের নির্বাচিতদের শপথনেওয়া হয়নি। বাকি ১২টি ইউনিয়নের নির্বাচিতদের শপথ নেওয়া হয়েছে। পরবর্তীতে নির্বাচন কমিশন থেকে চিঠিআসলে ওই ইউনিয়নের নির্বাচিতদের শপথের ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service