• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ত্রিপুরী ভাষা ও বর্ণলিপি বিষয়ক ১০ দিনের প্রশিক্ষণ কর্মশালাসমাপ্ত-কমলগঞ্জ বার্তা

Reporter Name / ৯০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

আমিনুল ইসলাম হিমেল কমলগঞ্জ উপজেলার ত্রিপুরা সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের তৈলং ছড়া গীর্জায়ত্রিপুরী (ককবরক) ভাষা বর্ণলিপি বিষয়ক ১০ দিনের কর্মশালা সমাপ্ত হয়েছে। বুধবার ১৯ জানুয়ারি বিকাল ৫টায় কর্মশালা সমাপ্ত হয়। মণিপুরি ললিতকলা একাডেমি, কমলগঞ্জ এর উপপরিচালক উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের নির্দেশনায় কর্মশালা অনুষ্ঠিত হয়। সমাপনীঅনুষ্ঠানে করুনা দেববর্মার সভাপতিত্বে কবি নির্মল এস পলাশের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবেউপস্থিত ছিলেন অতিথি মণিপুরি ললিতকলা একাডেমী নির্বাহী কমিটির সদস্য শিক্ষিকা অঞ্জনা সিনহা, গবেষনাকর্মকর্তা প্রভাত কুমার সিংহ প্রমুখ। সময় মণিপুরি ললিতকলা একাডেমির কর্মকর্তাকর্মচারিসহ ত্রিপুরীজনগোষ্ঠীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে ত্রিপুরী জনগোষ্ঠীর ত্রিপুরী (ককবরক) ভাষা বর্ণলিপি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তৈল্যং ছড়া এলাকায় অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় ত্রিপুরীরা মহাখুশী।
মণিপুরি ললিতকলা একাডেমির বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচির আলোকে ত্রিপুরা ভাষা বর্ণলিপি বিষয়ক ১০ দিনেরকর্মশালায় ত্রিপুরী জনগোষ্ঠী মাতৃভাষা ককবরক বর্ণমালা সংরক্ষণ, ত্রিপুরী ভাষার চর্চা ত্রিপুরী সংস্কৃতিরসম্প্রসারণে কর্মশালা কাজ করবে বলে আয়োজকরা মনে করেন।
গত জানুয়ারি রোববার সকাল ১১টায় প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন মণিপুরিললিতকলা একাডেমির নির্বাহী পরিষদের সদস্য লেখকগবেষক আহমদ সিরাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service