কমলগঞ্জ বার্তা রিপোর্টার॥ ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের সওয়ারচাবুকমার (রহ.) এর ৬৮১তম উরুস মোবারক শুরু হয়েছে।
এ উপলক্ষে ১৪ জানুয়ারি শুক্রবার বাদ আছর মিলাদ মাহফিল, গরুর জবেহ ও দোয়া অনুষ্ঠিত হয় দরগাহ প্রাঙ্গণে।গরুর জবেহ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, উরুসউদযাপন পরিষদের আহবায়ক সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সৈয়দ নওশেরআলী খোকন, পৌর কাউন্সিলর জালাল আহমদ সহ অন্যন্যরা।
১৫ জানুয়ারি শনিবার সকাল ৯টায় গিলাফ ছড়ানো, বাদ জোহর শিরনী বিতরণ করা হয়। বাদ এশাহ আখেরিমোনাজাতের মধ্য দিয়ে এক দিনের উরুসের কার্যক্রম শেষ হবে।
উরুস উদযাপন পরিষদের আহবায়ক সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ জানান, করোনা সংক্রমণে এবার দু দিনেরউরুস মোবারক এক দিন হচ্ছে। তবে রীতি অনুযায়ী এক দিনের জন্য শিশুদের খেলনা ও বিভিন্ন ধরণেরদোকানপাট বসে।
গিলাফ ছড়ানোতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়াম্যান মিজবাউর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুররহমান, সৈয়দ নওশের আলী খোকন, আকবর আলী সহ ভক্ত আশেকানরা।
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি