কমলগঞ্জে হাজেরা বিবি অরপে কুঠিল (৪৮) নামের এক গৃহবধূ নিখোঁজের প্রায় ৫ মাস ২৬ দিন পর লাউয়াছড়া ডরমিটরি লেকের পাশে বনবিভাগের ৫০ একরের থল থেকে গৃহবধূর কঙ্কাল পুলিশ উদ্ধার করে। পরিবারের সদস্যরা পরিহিত কাপড় দেখে সনাক্ত করেন এটি হাজেরা বেগমের কঙ্কাল ।
হাজেরা বিবি উপজেলার মাধবপুর ইউনিয়নের লংগুরপাড় এলাকার মানিকের স্ত্রী ও মাধবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মো. আসিদ আলির ছোট বোন। হাজেরা বিবি গত বছরের ২৮ জুলাই বুধবার রাতে একই এলাকায় ভাই আসিদ আলির বাড়ি থেকে রাতের খাবার শেষে নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হয়েছিলেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে কোন সন্ধান না পাওয়ায়, ৩০ জুলাই শুক্রবার বিকালে ভাই মো. আসিদ আলি কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।
Developed By Radwan Web Service