• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

কমলগঞ্জে ভুমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে হামলায় ৪ জন আহত-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ প্রতিনিধি ॥ / ২৬৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে ভুমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে হামলায় ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন- লাল মিয়ার ছেলে মনোয়ার আহমদ (২০), আনকার মিয়ার স্ত্রী ছানোয়ারা আক্তার বিলকিস (৩৫), মৃত ইয়াছিন উল্লার ছেলে লাল মিয়া (৭২), আনকার মিয়ার মেয়ে লিপি আক্তার (১৮), সর্ব সাং- বড়চেগ, ১নং রহিমপুর ইউপি, থানা-কমলগঞ্জ জেলা-মৌলভীবাজার। ১৪ ফ্রেব্রয়ারী সোমবার বিকালে আহতদের বাড়ির উঠানে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও থানার অভিযোগ সূত্রে জানা গেছে, ভুমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রায় সময় একই গ্রামের মৃত আকবর আলীর ছেলে সমুজ মিয়া (৫৫), আমীর আলীর স্ত্রী লাকী বেগম (২৭) সমুজ মিয়ার স্ত্রী নিহারুন বেগম (৫০) সমুজ মিয়ার মেয়ে পপি বেগম (১৯) মৃত হাবিব মিয়ার ছেলে আমীর আলী (৪৩) সহ কয়েকজন প্রতিবেশী লাল মিয়ার বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র নিয়ে ডাকাডাকি ও খুন করার হুমকি দিতো। ঘটনার দিন আহতদের বাড়ির উঠানে বেড়া দেওয়াকে কেন্দ্র করে বাধা নিষেধ করলে সমুজ মিয়া গংরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে মহিলাসহ ৪ জনকে রক্তাক্ত জখমসহ আহত করে। স্থানীয়রা আহতদের উদ্বার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। ঘটনার দিন রাতে লাল মিয়ার ছেলে আনকার মিয়া বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ পূর্বক কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার বাদী ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্বে আইনানুগ ব্যাবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আকুল আবেদন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service