কমলগঞ্জ উপজেলার সিদ্বেস্বরপুর আলহাজ্ব আব্দুল বারী মুলফতউদ্দীন হাফিজিয়া এবতেদায়ী মাদ্রাসায় ৪ জন হাফিজকে পাগড়ী প্রদান করা হয়। ১৮ ফ্রেব্রুয়ারী শুক্রবার বাদ জুম্মা সাজেদাবারী ছয় গম্বুজ নুর জামে মসজিদ প্রাঙনে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলিগের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ সেবক এম মোসাদ্দেক আহমদ মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বলরামপুর মাদ্রাসার শায়খুল হাদিস মাওঃ আব্দুল মালিক, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ বুলবুল, রহিম ইউনিয়নের স্বর্নপদক চেয়ারম্যান মো: ইফতেখার আহমদ বদরুল, মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার, ফাস্ট সিকুরোটি ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখার ম্যানেজার আব্দুল করিম,মুন্সিবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওঃ মাশহুদ আহমদ, বিশিষ্ট সমাজ সেবক মুহি উদ্দিন ফাহমি, আলহাজ্ব আব্দুল বারী মুলফতউদ্দীন হাফিজিয়া এবতেদায়ী মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামিম মাওঃ মাহমুদুল হাসান, হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ সাইফুল ইসলাম, সাজেদাবারী ছয় গম্বুজ নুর জামে মসজিদের খতিব মাওঃ আব্দুল গফফার, আব্দুল ওয়াদুদ লিয়াকত খান, আব্দুল জব্বার, সাবেক মেম্বার মাইদুর রহমান কাবুল প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি