উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ১৩ ফেব্রুয়ারী রোববার দুপুর ১২ টায় উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে পৃথক পৃথক আয়োজনে তাঁরা দায়িত্বভার গ্রহণ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক মনোনীত উপজেলার ট্যাগ অফিসারদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। এদিকে কমলগঞ্জের উপজেলার ৮নং মাধবপুর ইউনিয়নে গেলে দেখা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত চেয়াম্যান মো. আশিদ আলী ও সকল ইউপি সদস্য-সদস্যাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচিত জনপ্রতিনধিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সকলে মিলেমিশে কাজ করতে হবে। মাঝে মধ্যে ভুলক্রুটি হতে পারে, এত করে কেউ কাউকে দোষারোপ করবেন না। সবাই যদি এক থাকেন তাহলে ইউনিয়নের উন্নতি করতে পারবেন। আপনারা ইউনিয়নের মানুষের ভাল সেবা উপহার দিতেও পারবেন। এদিকে রহিমপুর ইউনিয়নের পূণ:নির্বাচিত চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন সরকার, পতনঊষার ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান অলি আহমদ খানকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা মঃস্য অফিসার সাইদুর রহমান সিদ্দিকী, মুন্সীবাজার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদারেকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসেনে আরা তালুকদার, শমশেরনগর ইউনিয়নের পূণ:নির্বাচিত চেয়ারম্যান জুয়েল আহমদকে দায়িত্ব বুঝিয়ে দেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জয়কুমার হাজরা. কমলগঞ্জ সদও ইউনিয়নের পূণ:নির্বাচিত চেয়ারম্যান মো: আব্দুল হান্নাকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা তথ্য ও য়োগাযোগ প্রযুক্তি বিভাগের প্রোগ্রামার মো: রকিবুল হক, আলীনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজুকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, আদমপুর ইউনিয়নের পূণ:নির্বাচিত চেয়ারম্যান মো; আবদাল হোসেনেকে বুঝিয়ে দেন উপজেলা সমবায় অফিসার আশুতোষ দাস, মাধবপুর ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান মো: আসিদ আলীকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান এবং ইসলামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো: সুলেমান মিয়াকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা প্রকৌশলী মো: জাহিদুল ইসলাম।
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি