• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

কমলগঞ্জ উপজেলায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল / ২৪৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

কমলগঞ্জে পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারি দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত কমলগঞ্জউপজেলার জন চেয়ারম্যানকে শপথ বাক্যপাঠ করান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অপরদিকেসংরক্ষিত মহিলা আসনের সদস্য ২৭ জন সাধারণ সদস্য ৮১ জনকে কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ জেলাপরিষদ হলরুমে বিকেল সাড়ে ৩টায় শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক। শপথ পাঠশেষে সকল ইউপি সদস্যকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুররহমান। প্রধান শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলাভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়ের মো. জুয়েল আহমেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলীসহ উপজেলার ইউনিয়নের নবনির্বাচিতচেয়ারম্যানবৃন্দ। সময় উপস্থিত ছিলেন, নির্বাচন কালীন সময়ের দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তা উপজেলা কৃষিকর্মকর্তা জনি খান উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার।প্রসঙ্গত,পঞ্চম ধাপে গত জানুয়ারিকমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৭ জন সাধারণ সদস্য পদে ৮১ জন নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service