কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে কনে নিয়ে বরযাত্রীবাহী গাড়ী ফেরার পথে সংঘবদ্ধ ডাকাতদের কবলে পড়ার খবর পাওয়া গেছে। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বরযাত্রীদের কাছ থেকে ১৫-১৬টি দামি মোবাইল ও নগদ ২৫ হাজার টাকা লুট করে নেয়। বুধবার রাতে উপজেলার বাঘেরটিকি এলাকায় এ ঘটনাটি ঘটে।
টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক ও মেম্বার কয়ছর রশীদ জানান, টিলাগাঁও ইউনিয়নের চকসালন গ্রামের বনকেশ সেনের মেয়ের বিয়ে ছিলো ১৬ ফেব্রুয়ারি বুধবার। কনের বাড়ি খাওয়া দাওয়া শেষে বরযাত্রীবাহি ৪টি মাইক্রোবাস শ্রীমঙ্গলে ফেরার পথে টিলাগাঁও ইউনিয়নের রেলক্রসিংয়ে ডাকাতরা গাড়ীর গতিরোধ করে। এসময় দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকাসহ দামি মোবাইল লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে রাতে টহল পুলিশ ও বৃহস্পতিবার দুপুরে এসআই অপুর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Developed By Radwan Web Service