মোঃ রুহেল আহমেদঃ আজ ১৭–০২–২২ ইং রোজ বৃহষ্পতিবার, মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলোচিত সংঘটনজনকল্যাণ যুব সংঘের ৫ম বর্ষ পুর্তি ও আনন্দ উৎসব অত্যন্ত আনন্দের সহিত পালিত হয়। সারাদিন ব্যাপি চলমান অনুষ্টানের ৫ টি অধিবেশন সফলভাবে সম্পন্ন হয়। ১ম অধিবেশনে সংঘটনের সভাপতিসুমন দেব নাথ এর সভাপতিত্বে এবং মুহিবুর রহমান মুকুলের পরিচালনার মাধ্যমে আলোচনা সভা অনুষ্টিত হয়।২য় অধিবেশনে সংঘটনের সাবেক সফল সভাপতি আতিকুর রহমান সুমনের পক্ষ থেকে সকল সদস্যদের টি–শার্টবিতরন করা হয়।৩য় অধিবেশনে জাতীয় পতাকা এবং সংঘটনের পতাকা উত্তোলন করা হয়।
৪র্থ অধিবেশনে সকল সদস্যদের জন্য ছিলো বিভিন্ন ধরনের খেলার আয়োজন। পাশাপাশি এলাকার শিশুদেরজন্য বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয় এবং তাদের পুরষ্কিত করা হয়।আয়োজিত খেলাধুলার মধ্যে ছিল
১,জাতীয় খেলা কাবাডি ২,দৌড় ৩,দীর্ঘ লাফ ৪,চকলেট খেলা ৫,রশি টান ৬,চতুর্রমুখি টান ৭,মিনিবার ফুটবল ৮,মিউজিক চেয়ার ৯,হাড়িভাঙ্গা ১০,কলাগাছ।৫ম অধিবেশনে খেলার পর সবার জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এবং পরবর্তীতে সকল সদস্যদেরসম্মাননা স্মারক প্রধান করে উক্ত অনুষ্টানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
Developed By Radwan Web Service