• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ট্রাক ভর্তি টিলার মাটি ছিনিয়ে নেওয়ায় ঘটনায় থানায় মামলা-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল / ১২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের একটি টিলা কেটে ট্রাকে মাটি পরিবহনকালে বৃহস্পতিবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মাটি ভর্তি ট্রাক আটক করেছিলেন। এরপর মাটি কাটা পরিবহনের সাথে যুক্ত একদল লোক পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার কাছ থেকে ট্রাকের চাবি ছিনিয়ে নিয়ে মাটি ভর্তি ট্রাক নিয়ে উধাও হয়। অবশেষে ১১ ফেব্রুয়ারী শুক্রবার রাতে পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারি পরিচালক বদরুল হুদা বাদি হয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ৫ জনের নাম উল্লেখ করে আরও ৪/৫ জনকে অজ্ঞাত দেখিয়ে কমলগঞ্জ থানায় মামলা করেছেন।

থানায় করা অভিযোগে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ২.৩০ ঘটিকায় পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের একটি টিম পরিদর্শনকালে টিলা রকম ভূমির মাটি ভর্তি একটি ট্রাক (ট্রাক নম্বর: ঢাকা মেট্রো-ড: ১১-৩৪৮১) আটক করা হয়। এসময় তারা মাটি ভর্তি ট্রাকটি আটক করে এবং ট্রাকের চাবি জব্দ করে। এ সংবাদটি কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি সহকারী কমিশনার (ভূমি), কমলগঞ্জ’কে পুলিশ ফোর্সসহ প্রেরণ করছেন মর্মে অবহিত করেন। পরিবেশ অধিদপ্তরের কমচারীগণ সেখানে অবস্থানকালে আনুমানিক ৪:৩০ ঘটিকার দিকে আলা উদ্দিন, সঙ্গীয় ২-৩ জন লোক তাদেরকে ভয়ভীতি দেখিয়ে চাবি ও ট্রাক নিয়ে পালিয়ে যায়। এসময় বর্ণিত ব্যক্তিবর্গ পরিবেশ অধিদপ্তরের কর্মচারীদেরকে ভয়ভীতি প্রদর্শণ করে এবং বাঁধা প্রদান সত্ত্বেও বল প্রয়োগ করে চাবি ছিনিয়ে নেয়। পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারি পরিচালক বদরুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সময়মত নির্বাহী হাকিম আসতে পারলে মাটি ভর্তি ট্রাকটি ্টাকানো যেত। পরিবেশের ক্ষতি ও সরকারি কাজে বাঁধা দানের ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা পরিবেশ অধিদপ্তরের অভিযোগটি মামলা হিসেবে গ্রহনের সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service