মৌলভীবাজার সদর থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন সহ শীতকালীন চুরি, ডাকাতি রোধ এবং গ্রেফতারী ও সাজা পরোয়ানা সংক্রান্ত মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক এর সার্বিক তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক(তদন্ত) ও পুলিশ পরিদর্শক(অপারেশন) এর দিক নিদের্শনায় এবং এসআই খায়রুল বাশার নেতৃত্বে এবং ২ টি সাদা পোশাকের বিশেষ দল ও অন্যান্য অফিসার ও ফোর্সের সহায়তায় থানা এলাকার বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালানো হয়।
শুক্রবার ১১ ফেব্রুয়ারী আসামীর নাম মোস্তাক আহমদ, পিতা-মৃত রফিক বক্স, সাং-মায়া ক্রোকারিজ পুরাতন হাসপাতাল সড়ক, মোঃ ফারুক আহমদ, পিতা-মৃত আব্দুল জব্বার, সাং-খিদিরপুর,আব্দুল হান্নান, পিতা-মৃত আব্দুল গনি, সাং-পুদিনাপুর,মোঃ ফয়জল হক, পিতা-মোঃ মজমিল প্রকাশ মোঃ মোজাম্মেল হক, সাং-নাজিরাবাদ,মোঃ সিরাজুল ইসলাম শিপন, পিতা-আব্দুর রাজ্জাক, সাং-বড়কাপন,মোঃ সিরাজুল ইসলাম শিপন, পিতা-আঃ রাজ্জাক, সাং-বড়কাপন,নুরুল ইসলাম, পিতা-আব্দুল বশির, সাং-কালিয়ারগাঁও, আফতাব মিয়া, পিতা-মৃত রমজান মিয়া, সাং-আনিকেলীবুদা, মোঃ ইব্রাহিম মিয়া, পিতা-আব্দুর রহিম, সাং-বেরীরচর, গুলবাগ, মহসিন মিয়া, পিতা-তাহির উল্লাহ, সাং-বালিকান্দি, ইবাদুল মিয়া, পিতা-ফুল মিয়া, সাং-ভাদগাঁও, সর্ব থানা ও জেলা-মৌলভীবাজার।
তাছাড়া ধর্ষন মামলার আসামী সৈয়দ মাহির জামিল রাহি(২৫), পিতা-সৈয়দ রজব আলী,সাং-গুপ্তগ্রাম, থানা-কুলাউড়া,বর্তমান সাং-বনানী টিবি হাসপাতাল রোড, মৌলভীবাজার পৌরসভা, থানা ও জেলা-মৌলভীবাজার এবং ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহিম মিয়া, পিতা-আব্দুর রহিম, সাং-বেরীরচর, গুলবাগ, থানা ও জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করা হইয়াছে।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন শীতকালীন চুরি, ডাকাতি প্রতিরোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযান অভ্যাহত থাকবে।
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি