মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিঙ্গা চা বাগান এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা আলোয় আলোয় প্রকল্পের আওতায় চাইল্ডফান্ড কোরিয়ার অর্থায়নে ও এডুকো বাংলাদেশ এর সহযোগিতায় এবং প্রচেষ্টা এর আয়োজনে চাঘর লাইন ও বড় লাইন ইসিডি সেন্টারের শুভ উদ্বোধন করা হয়। রোববার সকাল ১০টায় রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ২টি ইসিডি সেন্টারের শুভ উদ্বোধন করেন। বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিকের সভাপতিত্বে ও ব্যবসায়ী রাধা শ্যামের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, মিরতিঙ্গা চা বাগানের সহকারী ব্যবস্থাপক রেজাউল হায়াত খান ইমন, ইউপি সদস্য ধনা বাউরী, প্রজেক্ট কো অর্ডিনেটর আব্দুল ওহাব, প্রজেক্ট অফিসার বিজয় কুমার কৈরী, নরোত্তম বর্ধন, মাসুদ রানা, প্রবাস কুমার বিশ্বাস, শান্তারা ভানু চৌধুরী প্রমুখ। এছাড়াও মিরতিঙ্গা চা বাগানের কিশোর-কিশোরী ক্লাব এর সদস্যবৃন্দ এবং বাগানের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
আরো সংবাদ পড়ুন...