আসন্ন রমজান মাস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে। জেলা প্রশাসকের সহযোগিতায় রোববার সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে সামনে থেকে কার্যক্রম শুরু করেন পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ। কমলগঞ্জ সদর ইউনিয়নের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান। প্রাথমিকভাবে পরিবারপ্রতি ২ কেজি চিনি, ২ লিটার তেল, ২ কেজি মসুরের ডালসহ ৪৬০ টাকার পণ্য বিক্রি শুরু করা হয়েছে।
উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪ হাজার ৯০ জন হতদরিদ্র পরিবার এই সুবিধা পাবে।
Developed By Radwan Web Service