কমলগঞ্জে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলার জন্য ইউনিসেফ কর্তৃক ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৪ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার, মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র, মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো, ইয়ারদৌস হাসান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার।
Developed By Radwan Web Service