কমলগঞ্জ উপজেলার পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ বুধবার দুপুর ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গানে কলেজ শাখার পক্ষ থেকে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানের অতিথি বৃন্দরা নবীণ শিক্ষার্থীদের বরণ করে নেন। পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জমশেদ আলী সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তাওফিক আহমদ বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার শ্রেষ্ঠ সমাজ সেবক আব্দুল হান্নান চিনু, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান, ইউপি সদস্য তোয়াবুর রহমান, ইউপি সদস্য আব্দুল হান্নান, ব্যবসায়ী নেতা আবুল বশর জিল¬ুল, বিদ্যালয়ে দাতা সদস্য জাহিদ আহমেদ, কলেজ পরিচালনা কমিটির সদস্য আব্বাস আলী রাজা, হাজি আবু তালেব, স্কুল পরিচালনা কমিটির সদস্য আনোয়ার খান, ঈমান উদ্দিন, সমাজ সেবক আফুজ আলী, কলেজ শাখার শিক্ষক মুহিবুর রহমান, মাস্টার জুবায়ের আলম প্রমুখ।
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি