দিনাজপুরের ফুলবাড়ীতে মন্দিরের ভিতরে এক শিশুকে বলাৎকারের চেষ্ঠার অভিযোগে পরেশ মহন্ত (৫৫) নামে একমন্দিরের সেবককে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার সকালে পৌর শহরের কেন্দ্রিয় কালিবাড়ী মন্দিরে এই ঘটনাটি ঘটে। মন্দিরের সেবক পরেশ মহন্তউপজেলার রাজারামপুর গ্রামের প্রফুল্ল মহন্তর ছেলে, ও ফুলবাড়ী কেন্দ্রিয় কালিবাড়ী মন্দিরের সেবক হিসেবে কর্মরতছিল।
এদিকে ঘটনাটি শালিশের মাধ্যমে ধামাচাপা দিতে জোর তৎপরতা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়মাতবরদের বিরুদ্ধে।
স্থানীয় জনগণ অভিযোগ করে বলেন,পরেশ মহন্ত একটি শিশুকে কাঁলিবাড়ী মন্দিরের ভিতরে নিয়ে গিয়েবলাৎকারের চেষ্ঠা করে। এঘটনা স্থানীয় জনতা ও ওই শিশুর পরিবারের সদস্যরা জানতে পেরে উত্তেজিত হয়েমন্দিরের সেবক পরেশ মহন্তকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের নিকট সোপর্দ্দ করে। সেই সময় শিশুটির পরিবার পরেশমহন্তের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিলেও, স্থানীয় কতিপয় মতবর ঘটনাটি শালিশের মাধ্যমে নিস্পত্তির চেষ্ঠাকরছে।
কেন্দ্রিয় কাঁলিবাড়ী মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক জয়রাম প্রসাদ বলেছেন, ঘটনাটি তিনি শুনেছেনতদন্ত করে ব্যবস্থা নিবেন । তবে মন্দির কমিটির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর জয় প্রকাশ গুপ্ত বলেন ঘটনাটিঅত্যন্ত লজ্জাষ্কর, এঘটনার বিচার হওয়া প্রয়োজন।
এদিকে পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ বলেন,শিশুটিকে বলাৎকার করেনি, তবেবলাৎকারের চেষ্ঠা করেছে। তিনি বলেন মামলা দায়ের করলে মাসে মাসে কোটে গিয়ে হাজিরা দিতে হয়, এই জন্যশিশুটির পরিবার এই ঘটনায় কোন মামলা দায়ের করবেননা বলে তিনি নিশ্চিত করেন।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০ টার সময় এক শিশুকেবলাৎকারের অভিযোগে মন্দিরের সেবক পরেশ মহন্তকে কতিপয় জনতা মারপিট করছিল। খবর পেয়ে মন্দিরেরসেবককে জনতার হাত থেকে নিয়ে আসা হয়েছে, তবে এখন পর্যন্ত বলাৎকারের বিষয়ে কোন মামলা করতে কেউথানায় আসেনি।
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি