মৌলভীবাজারের শ্রীঙ্গলের ৫নং কালাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য আওলাদ কর্তৃক সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শুক্রবার (১১ মার্চ) বিকেল ৫ঃ০০ঘটিকায় অনলাইন প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।
হামলাকারী ইউপি সদস্য আওলাদকে আইনের আওতায় এনে সুবিচার করার দাবী জানান সাংবাদিকরা।
না হলে আগামীতে সাংবাদিক নেতৃবৃন্দ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী নিয়ে মাঠ পর্যায়ে নামবে।
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম রিয়াদ এর সঞ্চালনায়,উপস্থিত ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃজুসেফ আলী চৌধুরী,জুড়ী প্রেসক্লাবের সভাপতি হাজী মোহাম্মদ আলী, জাফর ইকবাল,দুরুদ আহমদ,সুধাংশু শেখর হালদার, সৈয়দ ময়নুল ইসলাম রবিন,মামুন তরফদার,সাইদুল ইসলাম,মোঃদেলোয়ার হোসেন,পায়েল আহমেদ,সিপন আহমদ,শেখ কাদের আল হাসান,সাইফুল ইসলাম,সমরুজ খান, রাজন আহমদ তৌফিক,জুড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জালালুর রহমানসহ প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ।
এসময় সাংবাদিকরা বক্তব্যের শুরুতে তীব্র নিন্দা জানান,সাথে মামলাকারী আওলাদকে আইনের আওতায় আনার দাবী জানান।
সাংবাদিক এ.কে.অলক এর উপর হামলার সুবিচার না পেলে মানববন্ধন সহ নানা কর্মসূচী নিয়ে আগামীতে আগাবেন বলে জানান তারা।
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি