• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

২নং পতনঊষার ইউনিয়ন পরিষদের মহিলা সচিবের দূর্নীর কাছে সাধারণ জনগণ জিম্মি

মোঃ রুহেল আহমেদঃ / ২৮৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২ মার্চ, ২০২২

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আওতাধীন
২ নং পতনঊষার ইউনিয়ন পরিষদের মহিলা সচিব শিল্পী বেগমের দূর্নীতিতে অতিষ্ট পতন ঊষার ইউনিয়নবাসী।সাবেক চেয়ারম্যান তৌফিক আহমদ বাবু সাহেবের আমল থেকে উক্ত মহিলা সচিব ইউনিয়ন পরিষদ কে দূর্নীতির কার্যালয় বানিয়ে চলেছেন। সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদের যে সেবা গুলো পাওয়ার কথা সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে।সরকারের নিদৃষ্টকরা ফিস এর থেকে দ্বিগুণ টাকা না দিলে সাধারণ জনগণ কোনো সেবা পায় না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভূক্তভোগি বর্তমান চেয়ারম্যান অলি আহমদ খান মহুদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমরা সাধারণ জনগণদের আর ভুক্তভোগী করবেন না। আমরা পতনঊষারবাসী শান্তশিষ্ট ভাবে নিজের অধিকার নিয়ে বাঁচতে চাই।
এই সচিব ভদ্রমহিলা ( শিল্পী বেগম) এর কাছ থেকে কোনোদিন ভালো আচরণ পাই নি। উনি নিজেকে কি মনে করেন আমার জানা নেই। আমরা সাধারণ জনগণ ওনার কাছে জিম্মি। আমরা এর পরিত্রাণ চাই।আজ এই ভিডিও দেখে মনে হচ্ছে সরকারের সাথেও উনার চুক্তি আছে, ৫০ টাকা সরকারের আর বাকি যা হাতিয়ে নেয়া যায় সব তাদের।
আমাদের সাধারণ জনগণকে এভাবেই প্রতিনিয়ত ঠকানো হচ্ছে, এদের মতো মানুষের জ্বালায় সাধারণ খেটে খাওয়া মানুষ আজ অতিষ্ঠ।
আমরা এর সঠিক সমাধান চাই। প্রয়োজনে উনাকে বদলি করুন,তাতে যদি সাধারণ মানুষ রেহাই পায় তবেই আমরা শান্তি।
এবং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই ধরণের দূর্নীতিবাজ মহিলা সচিবের সুষ্ট তদন্ত করে আইনের আওতায় আনা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service