মৌলভীবাজারের কমলগঞ্জের কাল বৈশাখী ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার রেলপথে গাছ পড়ে ট্রেন চলাচল বিঘ্ন ঘটে। ২ ঘন্টা ৪০ মিনিট পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গাছ ভেঙ্গে ৫টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ বিপর্যয় ঘটে। ২৩ এপ্রিল শনিবার রাত সাড়ে ১২টায় কমলগঞ্জের ওপর দিয়ে বেশ গতি সম্পন্ন কাল বৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের রেলপতের কয়েকটি স্থানে গাছ ভেঙ্গে পড়ে। রাত ১টা ১০ মিনিট থেকে সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ছিল। রেলওয়ের গণপূর্ত বিভাগের কর্মীরা রাতেই লাউয়াছড়া এলাকায় এসে গাছ কেটে সরানোর পর রাত ৪টা ১০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর উপবন ও চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে।
অপরদিকে সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর উপবন ট্রেন ভানুগাছ স্টেশনে আটকা পড়ে। এ অবস্থায় দুই দিকে আটকা পড়া যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ ট্রেন চলাচল বিঘ্নে সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর রাত ৪টা ১০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। কাল বৈশাখী ঝড়ে কমলগঞ্জের মাধবপুর এলাকায় ১১ কেভির ক্ষমতা সম্পন্ন লাইনের ৫টি খূঁটির ওপর পড়ে। গাছ ভেঙ্গে পড়লে খুঁটিগুলো ভেঙ্গে যায়। অসংখ্য স্থানে সরঞ্জাম কসাম ভেঙ্গে গেছে। এ অবস্থায় রাত সাড়ে ১২টা পর থেকে কমলগঞ্জ উপজেলা ছিল বিদ্যুৎ বিহিন।
রবিবার সকাল ৮টার পর থেকে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করেন। তবে অধিকাংশ এলাকায় রোববার বেলা ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহা ব্যবস্থাপক মীর গোলাম ফারুক ঝড়ে বিদ্যুৎ বিপর্যয়ের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন প্রায় আড়াই ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর আবারও ৩৩ কেভি প্রধান লাইনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। বাকি এলাকার মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কিছুটা সময় লাগছে।
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি