কাতারে সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি তরুণের মর্মা’ন্তিক মৃ’ত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলিইহিরাজিউন)।
নিহতরা হলেন– ফেনী জেলার আজহারুল হক জয় (২১), চট্টগ্রাম জেলার ইসরান বিন ইসলাম (২২) ও সিলেটজেলার আহমেদ সাফওয়ান (২১)। পরিবার থেকে জানা যায়, তারা বাংলাদেশ এমএইচএম স্কুলসহ অন্যান্যপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছিলেন। তারা তিনজনই মা–বাবাসহ সপরিবারে কাতারে বসবাস করতেন। জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় দোহার ব্যস্ততম একটি হাইওয়েতে গাড়ির চাকা ন’ষ্ট হয়ে গেলে তারা তা হাইওয়েরউপর রেখেই ঠিক করার চেষ্টা করেন। এ সময় আরেকটি দ্রুতগামী গাড়ি এসে তাদের গাড়িটিকে পেছন থেকেধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। বাকি দুইজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তারামৃ’ত্যুবরণ করেন।
Developed By Radwan Web Service