একই গ্রুপে স্পেন-জার্মানি, কাদের বিরুদ্ধে মাঠে নামবেন রোনাল্ডোরা? লটারিতে নির্ধারিত হয়ে গেল কাতার ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিভাগ। আটটি গ্রুপের ছবি সামনে আসতেইনড়েচড়ে বসেন ফুটবলপ্রেমীরা। আসন্ন ফিফা বিশ্বকাপে কোন দল গ্রুপ অফ ডেথে পড়ে গেল, তা নিয়ে শুরুহয়ে যায় জোর আলোচনা। গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স জায়গা পেয়েছে ডি-গ্রুপে। তাদের সঙ্গে রয়েছেডেনমার্ক ও তিউনিশিয়া। চতুর্থ দল হিসেবে এই গ্রুপে অংশ নেবে আমিরশাহি, অস্ট্রেলিয়া অথবা পেরু। মেসিরআর্জেন্তিনা সি-গ্রুপে লড়াই চালাবে লেওয়ানডোস্কির পোল্যান্ডের বিরুদ্ধে। সি-গ্রুপের অপর দু'টি দল হলসৌদি আরব ও মেক্সিকো।
নেইমারের ব্রাজিল জি-গ্রুপে মাঠে নামবে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিরুদ্ধে। উল্লেখযোগ্য বিষয়হল, স্পেন ও জার্মানি একই সঙ্গে লড়াই চালাবে ই-গ্রুপে। জাপান ছাড়া ই-গ্রুপে জায়গা করে নেবে কোস্টা রিকাঅথবা নিউজিল্যান্ডের মধ্যে কোনও এক দল।
কোরিশ্চিয়ানো রোলান্ডের পর্তুগাল রয়েছে বিশ্বকাপের এইচ গ্রুপে। তাঁদের লড়াই ঘানা, উরুগুয়ে ও দক্ষিণকোরিয়ার বিরুদ্ধে।
ফিফা বিশ্বকাপের গ্রুপ বিভাগ:-
গ্রুপ-এ: কাতার, ইকুয়েডর, নেদারল্যান্ডস, সেনেগাল
গ্রুপ-বি: ইংল্যান্ড, ইরান, আমেরিকা, স্কটল্যান্ড/ওয়েলস/ইউক্রেন
গ্রপ-সি: আর্জেন্তিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড
গ্রপ-ডি: ফ্রান্স, আমিরশাহি/অস্ট্রেলিয়া/পেরু, ডেনমার্ক, তিউনিশায়
গ্রপ-ই: স্পেন, কোস্টা রিকা/নিউজিল্যান্ড, জার্মানি, জাপান
গ্রপ-এফ: বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া
গ্রপ-জি: ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন
গ্রপ-এইচ: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি