মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আয়োজনে শহরের মামার বাড়ি রেস্টুরেন্টের হলরুমে ১০ এপ্রিল রবিবার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে আলোচনা সভায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও দৈনিক বাংলার দিন পত্রিকার চীপ রিপোর্টার শেখ মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মঈনুল ইসলাম রবিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার -০৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিছবাহুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার প্রমুখ। এছাড়া ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি সৈয়দ সাহাব উদ্দিন আহমদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি ও চ্যানেল এস এর হেড অব নিউজ খালেদ চৌধুরী,
জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আল আমিন,৬নং একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান, ১১নং মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ,আমতৈল ইউনিয়নের চেয়ারম্যান সুজিত চন্দ্র দাস, চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন, জেলা ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজ আহমদ, যুক্তরাজ্য প্রবাসী মোস্তাক আহমদ, এডভোকেট তপন পাল তপু, এডভোকেট আলতাফুর রহমান সুমন, শিক্ষানবীশ আইনজীবী ও জেলা মানবাধিকার কমিশনের আইন বিষয়ক সম্পাদক কামাল হোসেন চৌধুরী, সাংবাদিক এম এ মুহিত, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলাান মকবুুুল হোসেন, বিশিষ্ট রাজনীতিবিদ তজমুল চৌধুরী, বোরহান উদ্দিন সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মৌলভীবাজার জেলা সভাপতি বেলাল তালুকদার, সাংবাদিক মিজানুর রব, সাংবাদিক আতাউর রহমান চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী আমিন, ক্রিড়ানুরাগী ও সমাজসেবক এম আকলু,সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম রিয়াদ,একে অলক,তোফায়েল আহমদ,জোবায়ের আহমদ , দৈনিক বাংলার দিন ও মৌলভীবাজার বার্তা স্টাফ রিপোর্টার চৌধুরী মোহাম্মদ মেরাজ, সাংবাদিক রুমেন আহমদ, সুলতানুল ইসলাম, তরফদার মামুন,বদরুল হাসান জোসেফ, কাইয়ুম সুলতান,জাহাঙ্গীর হোসেন,পায়েল আহমদ,রাজন আহমদ,সাইফুল ইসলাম, দেলওয়ার হোসেনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ, আইনজীবী,পেশাজীবী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও অনলাইন প্রেসক্লাবের জেলার সদস্যবৃন্দ। ইফতার মাহফিলে প্রধান অতিথি নেছার আহমদ এমপি জেলা অনলাইন প্রেসক্লাবের সকল সদস্যদের উদ্দেশ্যে বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান। পাশাপাশি যে কোন সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় ইফতার মাহফিলে প্রায় তিন শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মৌলভীবাজার টাউন দেওয়ানী জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন।
Developed By Radwan Web Service