মৌলভীবাজার প্রতিনিধি ঃ মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী মশাহিদ আহমদকে বহিষ্কার করা হয়েছে। এর আগে মোশাহিদ ও তার সহযোগীদের বিরুদ্ধে অর্থ আত্নসাৎসহ নানা অভিযোগে মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । মশাহিদ আহমদ, তার সকল অপকর্মের সহযোগী শিপন মিয়া, জোসেফ আলী চৌধুরী, চিনু রঞ্জন দাশ ও বহিরাগত অজ্ঞাত পরিচয় আরও ৪/৫ জনকে আসামী করে ১৩ এপ্রিল বুধবার রাতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্তমান সভাপতি শেখ মাহমুদুর রহমান অভিযোগটি দায়ের করেন ।
অভিযোগ এজাহার ও ভারপ্রাপ্ত সেক্রেটারীসহ একাধিক সদস্য সূত্রে জানা গেছে- সেক্রেটারী থাকার সুবাদে মোশাহিদ আহমদ মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সদস্যদের প্রদত্ত ফি, আজীবন সদস্যেরকাছ থেকে সংগৃহতি ফি ও অনুদান এবং মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময়ে সংগৃহিত অনুদান প্রায় ১২ লাখ টাকা আত্নসাৎ করেছেন। শেখ মাহমুদুর রহমান সভাপতি নির্বাচিত হবার পর কমিটির সদস্যবৃন্দ মৌখিকভাবে বার বার হিসাব নিকাষ চাইলে মোশাহিদ নানা অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণের একপর্যায়ে পদত্যাগ করে। এর প্রেক্ষিতে, সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য মোশাহিদের সাথে আলোচনাক্রমে ১৩ এপ্রিল বিকাল ৪টায় সংগঠনের কার্যালয়ে এক সভা আয়োজন করা হয়। সভায় আলাপ আলোচনা শেষে বর্তমান সেক্রেটারীকে সবকিছু বুঝিয়ে দেয়ার সময় পরিকল্পিতভাবে মশাহিদ শিপন, জোসেফ, চিনু ও বহিরাগত অজ্ঞাত পরিচয় ৪/৫ জন বিশৃঙ্খলা সৃষ্টি করে একপর্যায়ে অতর্কিতে উপস্থিত সদস্যদের উপর হামলা চালায় এবং কার্যালয়ের জিনিষপত্র ভাংচুর করে। এ ঘটনায় সভাপতিসহ কয়েকজন আহত হন এবং সংগঠনের কিছু জিনিষপত্র ক্ষতিগ্রস্থ হয়। হামলাকারীদের হুংকার ও আহতদের শোরচিৎকারে আশপাশের লোকজন ও পুলিশ সংগঠনের কার্যালয়ে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সাংবাদিকদের মধ্যে বিরোধ সৃষ্টি, যেকোন বিষয়ে থানায় জিডি, মিথ্যামামলা দিয়ে হয়রানী, মিথ্যা সংবাদ পরিবেশন, ফেসবুকে অপপ্রচার ইত্যাদির মাধ্যমে বিভিন্ন লোকজনকে এমনকি সংগঠনের সদস্যবৃন্দকে অতীষ্ট করে তুলেছে। সর্বশেষ- ১৩ এপ্রিল উপরোল্লিখিত ঘটনা ঘটিয়েছে। মশাহিদ ও তার সহযোগীদের সৃষ্ট সার্বিক পরিস্থিতির প্রেক্ষিতেই তাদের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের ও মুহাম্মদ মোশাহিদ আহমদ কে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বলে দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন কতৃক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি মোসাহিদ আহমদ গং দের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছেন বলে তথ্য নিশ্চিত করেন।
Developed By Radwan Web Service