মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ মাদককারবারি মো: আরিফ মিয়া (২৭) কে আটক করেছে মৌলভীবাজার মাদদ্রব্য নিয়ন্ত্রন অধিদদপ্তর। সোমবার (১৮ এপ্রিল)২০২২খ্রিঃ সকালে চাঁদনীঘাট এলাকার সেলিম মিয়ার কলোনী থেকে তাকে আটক করা হয়। মো: আরিফ মিয়া ব্রাক্ষণবাড়িয়ার সরাইল থানার ঘাগড়াজোরা গ্রামের মো: বাচ্চু মিয়ার ছেলে।
মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদদপ্তরের পরিচালক অমর কুমার সেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে মাদককারবারি আরিফ মিয়াকে ৮০০পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি আরো জানান আরিফ মিয়া জেলার বিভিন উপজেলা এলাকায় র্দীঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি