শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের উদনাছড়ায় এক প্রতিবিন্ধী যুবতীকে (২২) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রমন প্রধান (৩০)। এক সন্তানের জনক রমন উদনাছড়া ৮নং বস্তির মৃত সুদর্শন প্রধানের ছেলে।বুধবার মধ্যরাতে তাকে তার বসতঘর থেকে গ্রেফতার করা হয়।
বুধবার রাত ১টায় এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক(এসআই) মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘ধর্ষণের শিকার মেয়েটিকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। মেডিকেল পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে পাঠানো হবে। আসামি রমন প্রধানকেও বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।’ স্থানীয় ইউপি সদস্য জয়দেব ঘোষ জানান, সোমবার রাত (৪ এপ্রিল) দুইটার দিকে মেয়েটি দন্ডপূজা শেষে বাড়িতে ফিরছিল।এসময় পাশের বাড়ির রমন তাকে সেখান থেকে জোর করে তুলে নিয়ে বাড়ির পাশে নির্জন স্থানে ধর্ষন করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সমাধানের চেষ্ঠা করা হয়। পরে তিনি বিষয়টি থানায় অবগত করেন। এ ঘটনায় বুধবার মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক রমন প্রধানকে গ্রেফতার করে।সেই সঙ্গে নির্যাতিতা মেয়েকে থানায় নিয়ে আসে।
Developed By Radwan Web Service