কমলগঞ্জে আলীনগর ইউনিয়নের কালীপুর এলাকায় ট্রেনে কাটা পরে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। জানা যায়, মঙ্গলবার ১৭ মে দুপুর সাড়ে ১২টায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামি আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসে কাটা পরে অজ্ঞাত এই নারীর মৃত্যু হয়।
পরে স্থানীয়রা নারীর কাটা লাশ দেখে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টারকে অবগত করেন। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেলওয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। তবে নিহত মহিলার পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি