বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও অসহায়-প্রতিবন্ধী ২০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ মে) দুপুর ১২টায় কমলগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে প্রতি পরিবারকে ৫ কেজি চাল ও ৫ কেজি আটা বিতরন করা হয়। কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন। উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মালিক বাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সায়েক আহমেদ,উপজেলা যুবলীগের সদস্য আবুল কালাম,মোস্তাফিজুর রহমান,জহিরুল ইসলাম নানু,নূরুল ইসলাম ইলিয়াস,আলাল আহমেদ প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি, সম্পাদক সহ স্থানীয় নেতৃবৃন্দ।
Developed By Radwan Web Service