মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এবার ঈদুল ফিতর উপলক্ষে ছোট বড় ৫৮টি ঈদগাহে ঈদের জামাত শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। বিশেষ বিশেষ ঈদগাহ ময়দানে পুলিশি টহল জোরদার ছিল বলে স্থানীয়রা জানান ।
উল্লেখ্য বিভিন্ন প্রাকৃতিক কারণে প্রায় গেল ৪ বছর ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পারেননি মুসল্লিরা। এ বছর সকাল পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় ঈদগাহে একসাথে নামাজ পড়তে পেরে আনন্দিত সাধারণ মুসল্লিগন।
মঙ্গলবার ৩ মে সকাল ৮ টায় উপজেলার সব কটি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও কয়েকটি এলাকায় নামাজের জন্য নির্ধারিত ঈদগা না থাকায়। মসজিদের ভিতরে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। উল্লেখ্য, ১নং সদর ইউনিয়নে ২০টি, ২নং রহিমম পুর ইউনিয়নে ১০ টি, ৩ নং মুন্সিবাজার ইউনিয়নে ৮ টি ও ৪ নং ইউনিয়নে ১৫ টি সহ মোট ৫৮টি ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। উপজেলা চৌমুহনী ঈদগাহ ময়দানে সকাল ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় । এখানে প্রায় ৩ শতাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। সকাল সাড়ে ৮ ঘটিকায় পৌরসভাস্ত ভানুগাছ এলাকায় সফাত আলী মাদ্রাসায় বৃহত্তর ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ২ হাজার মুসল্লী ঈদ জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করি আখেরি মোনাজাতে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীসহ দেশবাসীর সুস্বাস্থ্য ও দেশের সার্বিক উন্নতি কামনা করা হয়। মোনাজাত শেষে। মুসল্লীরা ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সকলের সাথে কোলাকুলি করেন।
প্রকাশ যে, গত দু বছর ভয়াবহ কোভিড-১৯ পরিস্তিতির কারনে সমবেত ভাবে ঈদের নামাজ পড়তে না পারায় এবং এ বছর ঈদগাহ ময়দানে সমবেত ভাবে নামাজ পড়তে পারায় ঈদ শুভেচ্ছা বিনিময়ে কোলাকুলি করতে পারায় সাধারণ মুসল্লিগণ আনন্দ-উচ্ছ্বস প্রকাশ করেছেন।
Developed By Radwan Web Service