মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
৩০ মে সোমবার দুপুরে পুলিশ সুপার কমলগঞ্জ থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শহিদুল হক মুন্সী। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। পরে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়ারদৌস হাসানের নেতৃত্বে কমলগঞ্জ থানার একটি চৌকস দল পুলিশ সুপার কে গার্ড অব অনার প্রদান করে। সালাম ও অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার কমলগঞ্জ থানার থানার বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম ঘুরে দেখেন। এসময় তিনি ফোর্সের বাসস্থান, খাবারের মান,বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ও মামলা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
কমলগঞ্জ থানা পরিদর্শক কালে আরো উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আঃ রাজ্জাক, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।
Developed By Radwan Web Service