• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে মেয়র পদে মৌলভীবাজারের ১৪ জন কাউন্সিলার নির্বাচিত

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ১৩৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৮ মে, ২০২২

যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচন ৫ মে অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে বিভিন্ন কাউন্সিলে রেকর্ড সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। তবে মেয়র পদে সরাসরি নির্বাচনে কেবল বাঙালিপাড়া টাওয়ার হ্যামলেটসে দুই বাংলাদেশি প্রার্থী লড়াই করেন। সেখানকার নির্বাচনের দিকেই চোখ ছিল যুক্তরাজ্যের প্রায় ১০ লাখ বাংলাদেশির। ইষ্ট লন্ডনের টাওয়ার হ্যালমেটস্ কাউন্সিলের নির্বাচনে বর্তমান মেয়র লেবার পার্টির জন বিগসের সঙ্গে এবার লড়াইয়ে তৃতীয় বারের মত জিতেছেন এ্যাস্পায়ার দল থেকে সিলেটের সন্তান লুৎফুর রহমান। মেয়র লুৎফুর রহমানের প্রাপ্ত ভোট-৪০ হাজার ৮শ’ ২৪ টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবারের জন বিগস্ পেয়েছেন ৩৩ হাজার ৪শ’ ৮৭ টি ভোট। তৃতীয় স্থানে লিবারেল ডেমোক্রেটের প্রার্থী রাবিনা খান পেয়েছেন-৭ হাজার ৩শ’ ৩৭ ভোট। যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে এ পর্যন্ত মৌলভীবাজার জেলার বাসিন্দা ১৪ জন কাউন্সিলার নির্বাচিত হয়েছেন বলে এখন পর্যন্ত জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন স্বামী স্ত্রী ও আপন দুই বোন। তারা হলেন নিউহাম কাউন্সিল থেকে বর্তমান কাউন্সিলার মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াইল গ্রামোর সন্তান জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান জসিম, একই বারার বেকটন ওয়ার্ড থেকে জসিমের স্ত্রী সাবেক কাউন্সিলার রহিমা রহমান, ইজলিংটন কাউন্সিল থেকে সাবেক মেয়র মৌলভীবাজার সদর উপজেলার পতন জমাদার বাড়ির এ.কে জিলানী চৌধুরী জিবু, কার্ডিফ সিটি কাউন্সিল থেকে মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টারের সালেহ আহমদ, লন্ডনের বার্কিং ও ডেগেনহাম কাউন্সিল থেকে সদর উপজেলার সন্তান মৌলভীবাজারের খ্যাতিমান শিশু সংগঠক মুহিবুল আলম চৌধুরী, হ্যান্সলো থেকে মুজিবুর রহমান, রেডব্রিজ কাউন্সিল থেকে বর্তমান কাউন্সিলার রাজনগর উপজেলার পুস্পিতা গুপ্ত, সদর উপজেলার সন্তান ও বড়লেখার পুত্রবধু সাঈদা চৌধুরী, হ্যারো এলাকা থেকে শ্রীমঙ্গলের শাহানিয়া চৌধুরী জেরিন, ক্যামডেন পেনক্রেস ও সোমার্স থেকে সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের সন্তান শাহাজান মিয়া (শাহ) নির্বাচিত হয়েছেন।

 

কার্ডিফ সিটি কাউন্সিল নির্বাচনে স্থানীয় বাংলাদেশীরা অধিকতর সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন। গত মেয়াদে এই কাউন্সিলে বাংলাদেশী কাউন্সিলারদের সংখ্যা ছিলো তিন। এবার তা বেড়ে দাঁড়িয়েছে পাঁচে। তারা হলেন :-সালেহ আহমেদ (লেবার পাটি), জেসমিন চৌধুরী (লেবার পাটি), আলী আহমদ (লেবার পাটি), দেলওয়ার আলী (লেবার পাটি), বাবলীন মল্লিক (লিবারেল ডেমোক্র্যাট)।
উল্লেখ্য যে বাবলীন মল্লিক ও জেসমিন চৌধুরী মৌলভীবাজার সদর উপজেলার কচুয়া গ্রামের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ ফিরোজ এর কন্যা।
লন্ডনের টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার সিংকাপন গ্রামের কে এম আবু তাহের চৌধুরীর পুত্র আবু তালহা চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service