মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন এর পাত্রখোলা চা বাগানে গত শুক্রবার চা-বাগানের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র – ছাত্রীদের সংগঠন বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদ এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিজয় ছত্রী বাপ্পীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শামসুল ইসলাম সেলিম,ব্যবস্থাপক পাত্রখোলা চা বাগান, অনুষ্ঠানের উদ্বোধক করেন দেবাশীষ চক্রবর্তী শিপন সভাপতি পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত কমিটি। এসময় স্বাগত বক্তব্য রাখেন প্রদিপ পাল, সাধারণ সম্পাদক, পাত্রখোলা চা ছাত্র যুব পরিষদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীনা রানী ঘোষ, সদস্য৭, ৮,৯ নং ওয়ার্ড মাধবপুর ইউপি, সত্যনারায়ণ রাজভর, প্রধান শিক্ষক ধলই চা বাগান,
অমল গঁড়, সভাপতি পাত্রখোলা চা ছাত্র যুব পরিষদ কর্মশালা পরিচালনার বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদ ( উৎস ) এর সভাপতিঃ চম্পা নাইডু (SUST) সম্পাদকঃ বিশ্বজিৎ কৈরি(এম.সি কলেজ সিলেট)
সাংগঠনিক সম্পাদকঃ পিয়া ব্রত কৈরি, সদস্যঃ রুপালি পাল, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন; নয়ন গঞ্জু অনুষ্ঠান টি আয়োজন করেন আয়োজক কমিটিঃ নয়ন গঞ্জু, সঞ্জয় নুনিয়া এবং পাত্রখোলা চা বাগানের সকল ছাত্র – ছাত্রী বৃন্দ
সহযোগিতায়ঃ নিমাই অলমিক, কাব্য ছত্রী, দোলন মাদ্রাজী,লিটন গঞ্জু প্রতিষ্ঠতা ও পরিচালক পাবলিক লাইব্রেরি পাত্রখোলা, অজয় পাল, শ্রীকুমার দাস, রাজন রায়, রাজন গোয়ালা, জীবন গোয়ালা, অজয় নুনিয়া প্রমুখ ।
অনুষ্টানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও শিক্ষা কি ভাবে এগিয়ে যাবে চা বাগানে বিভিন্ন দিকনির্দেশনা দেন অতিথিরা সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে অনুষ্ঠান টি শেষ করেন
Developed By Radwan Web Service