বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ মিছিল ও যুব সমাবেশ করেছে কমলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ।
শনিবার (৪ জুন) দুপুরে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র জুয়েল আহমেদের ব্যক্তিগত কার্যালয় থেকে তার নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা চৌমুনার ময়না চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুলের সঞ্চালনায় যুব প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র জুয়েল আহমেদ। যুব প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সদস্য আনোয়ার পারভেজ আলাল,আবুল কালাম, দেবাশীষ চক্রবর্তী সিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল প্রমুখ। প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল নিয়ে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে অংশ নেয় যুবলীগ। পৌর এলাকার ভানুগাছ বাজারের চৌমুহনা চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলম ইকবাল মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট এ এস এম আজাদুর রহমান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নোট-ছবি সংযুক্ত।
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি