কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামে লিলাই বেগম (৫৮) নামে এক মহিলার সাপের কামড়ে মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানান, বুধবার ১ জুন বিকেল ৫ টার দিকে বৃষ্টি শুরু হলে লিলাই বেগম রান্না ঘরে গিয়ে চা পাক করতে লাকড়ি আনতে গেলে একটি সাপ আঙ্গুলে কামড় দেয়। সাথে সাথে তাঁর ছেলে বাবুল মিয়া মাকে নিয়ে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু সেখানে তারা সাপের কামড়ের চিকিৎসা না দিয়ে অন্য চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যেতে বললে পথে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। তিনি মধ্যভাগ এলাকার একরাম উদ্দিনের স্ত্রী। নিহত মহিলার ছেলে বাবুল মিয়া জানান, তার মা’কে সাপের কামড়ের চিকিৎসা না দিয়ে অন্য চিকিৎসা দেয়া হয়েছে। তিনি বলেন, কর্তব্যরত ডাক্তার বলেছেন ওটা বিষধর সাপ নয়, এমনিতেই সেরে যাবে। তিনি বলেন তার মা’কে বাড়ি নিয়ে যেতে বলেন ডাক্তার। বাড়িতে নেয়ার পথে তার মায়ের মৃত্যু হয়। তিনি এর সুষ্টু বিচার দাবী করে বলেন, সিভিল সার্জন বরাবরে লিখিত অভিযোগ করবেন।
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি