• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সম্মাননা পেলেন বিট্রিশ বাঙ্গালী কবি সৈয়দ মাসুম

কমলগঞ্জ বার্তা লন্ডন ডেস্ক, রিপোর্ট । / ৭৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৪ জুন, ২০২২

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী আন্তর্জাতিক পর্ষদ বঙ্গবন্ধু লেখক পরিষদ কর্তৃক সৈয়দ মাসুমকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সম্মাননাপদকে ভূষিত করা হয়েছে।আজ বৃহস্পতিবার ঢাকার সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত নৃত্যকলামিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী আন্তর্জাতিক পর্ষদ বঙ্গবন্ধু লেখক পরিষদের নেতৃবৃন্দএই সম্মাননা পুরুস্কার কবির সহোদর সৈয়দ মাহবুবের হাতে তোলে দেন। বঙ্গবন্ধু জন্মশতবর্ষ আন্তর্জাতিক পর্ষদ বঙ্গবন্ধু লেখক পরিষদের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান মৃধাবেনুর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক . আবদুল মান্নান চৌধুরী বাংলা একাডেমির মহাপরিচালকজাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কবি অসীম সাহা, মারুফুল ইসলাম, তারিক সুজাত অ্যাডভোকেট আফজাল হোসেন। কবিতা আবৃত্তি করেন জালাল উদ্দিন নলুয়া, . তপন বাগচী, শফিকুর রাহী, রিফাত নিগার শাপলা, আনতানুর হক, হানিফখান, ইউসুফ রেজা, রোকশানা সাথী, জমশেদ ওয়াজেদ, মাসুদ আলম বাবুল, মাদবর রফিক, লুৎফর চৌধুরী, হাসনাইনসাজ্জাদী, গিয়াসউদ্দিন চাষা, হেনা খান, কৌমুদী নার্গিস, বোরহান মাসুদ, সৈয়দ একতেদার আলী, আলী নিয়ামত, মিহির কান্তিভৌমিক, লুৎফা জালাল, তানিয়া মাহমুদ, শ্রাবণ রেজা, ইমরান পরশ, সৈয়দ তপু, মেরীনা সাঈদ, শাফিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service