প্রত্যেক শিশির ফোঁটা দিয়ে
তোমার নামে কাব্য রচনা করবো।
তোমার প্রকাশনী জুড়ে,
আমার শব্দ,ছন্দ,কবিতা রচিত হবে।
তোমার শহরটা কবিতার ল্যাম্পপোস্ট দিয়ে
আলোকিত করে রাখবো
লজ্জায় তোমার মুখ লাল হয়ে যাবার আগেই
ভালোবাসার উষ্ণতা দিয়ে মুখ ডেকে নিও।
তোমার মুখের মৃদু হাসিতে
আমার ক্যানভাসে খিল খিল শব্দ হবে
আমি অনুভবের শহরে নিজেকে হারিয়ে ফেলবো।
রাতের অন্ধকারে কবিতার দামে
চাঁদের হাসি ক্রয় করবো।
তারপরও আমার শহরে এসো
আমার শহর আনন্দে উদ্বীগ্ন হয়ে আছে
তোমাকে গ্রহণ করার জন্য।