কমলগঞ্জে বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরীর স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৭ জুলাই বুধবার সন্ধ্যায় উপজেলার পতনঊষার ইউনিয়নের রাজদিঘীরপার বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। রাজদিঘীরপার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমেদ খান, সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু, সেলিম আহমেদ চৌধুরী, সমাজসেবক আব্দুর রহিম মাষ্টার, আওয়ামীলীগ নেতা ইলিয়াছুর রহমান মহরম, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লুল। ছাত্রনেতা রুমেল আহমেদ রিফাতের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, প্রভাষক মো: আব্দুল আহাদ, প্রধান শিক্ষক মিছবাহুর রহমান, পোষ্ট মাষ্টার আব্দুল মন্নান, রুমেল আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। বক্তারা বলেন, ফখর উদ্দিন চৌধুরী এই এলাকায় শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই অবদা
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি