দীর্ঘ ২২ বছর পর কমলগঞ্জ উপজেলার নারী শিক্ষার একমাত্র উচ্চ বিদ্যাপীঠ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ এমপিওভুক্ত হওয়ায় সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপিকে কলেজ কর্তৃপক্ষ ফুলেল শুভেচ্ছা প্রদান করে। রোববার দুপুর ১২টায় শ্রীমঙ্গলের মিশন রোডস্থ আব্দুস শহীদ এমপির নিজ বাসভবনে এ শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। কমলগঞ্জের আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের গর্ভর্ণিং বডির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুলের সভাপতিত্বে ও শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস শহীদ এমপির সহধর্মিনী উম্মে কুলসুম। আলোচনা সভায় এমপিওভুক্ত হওয়া আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের গভর্র্ণিং বডি, কলেজ অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনসহ শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতের উন্নয়নে নানান কমসুচি হাতে নিয়েছেন। তিনি ২০২২-২৩ অর্থবছরে বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষা খাতে।
Developed By Radwan Web Service