
মৌলভীবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এম এ সালাম (চ্যানেল আই)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি সরওয়ার আহমদ পেয়েছেন ১৩ ভোট।এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পান্না দত্ত এছাড়া সহ-সভাপতি পদে অশোক কুমার দাশ ২৭ ভোট পেয়ে এবং মো: নুরুল ইসলাম শেফুল ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
যুগ্ম সম্পাদক পদে এস এম মেহেদী হাসান ২৬ ভোট পেয়ে এবং মো. মাহবুবুর রহমান রাহেল নির্বাচিত হয়েছেন।
দফতর সম্পাদক পদে ২৫ ভোট পেয়ে আফরোজ আহমদ এবং সদস্য পদে ২৬ ভোট পেয়ে নুরুল ইসলাম, ২৪ ভোট পেয়ে মামুনুর রশীদ, ২৩ ভোট পেয়ে শেখ সিরাজুল ইসলাম সিরাজ ও সালেহ এলাহী কুটি এবং ২২ ভোট পেয়ে পার্থ সারথী পাল নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে শাহ অলিদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুর রব, প্রচার প্রকাশনা সম্পাদক পদে সালাহ উদ্দিন ইবনে শিহাব নির্বাচিত হয়েছেন নির্বাচন কমিশনের আহবায়ক এডভোকেট রমা কান্ত দাশ গুপ্ত নির্বাচন কমিশনের সদস্য সৈয়দ মুজিবুর রহমান রঞ্জু ও মুহিবুর রহমান নির্বাচন পরিচালনা করেন।
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি