বিশিষ্ট দাতা শিক্ষানুরাগী দানশীল ব্যক্তিত সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী সাহেব এর স্বদেশ আগমন উপলক্ষে পতনঊষার ইউনিয়নের শিক্ষানুরাগী, সমাজকর্মী ও সুশীল সমাজের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি করেন জনাব অলি আহমদ খান চেয়ারম্যান ২নং পতনঊষার ইউনিয়ন পরিষন প্রধান অতিথি হিসেবে উপস্তিতি ছিলেন জনাব সেলিম আহমদ চৌধুরী সাবেক সফল স্বর্ণপদক পাপ্ত চেয়ারম্যান প্রধান আলচক হিসাবে উপস্থিত ছিলেন জনাব ইঞ্জিনিয়ার তাওফিক আহমেদ বাবু সঞ্চালনায় অধ্যক্ষ এডভোকেট বয়তুল হক চৌধুরী বিশেষ অথিতি হিসাবে উপস্তিতি ছিলেন ভারপ্রাপ্ত অধ্যাপক জনাব আব্দুল আহাদ সুজা মেমরিয়াল কলেজ সাংবাদিক আব্দুল হান্নান চিনু মিছবাহুর রহমান আবুলফসল উচ্ছ বিদ্যালয় হেডমাস্টার আবুলবসর জিল্লু সভাপতি শহীদনগর বাজার ব্যাবসায়ীসমিতি বাবু নারায়ন মুল্লিক সাগর সাবেক প্যানেল চেয়ারম্যান সাংবাদিক তানভীর চৌধুরী।
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি