মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় হিন্দুধর্ম নিয়ে কটুক্তি করায় জসীম মিয়া (৩০) নামে এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পিতবার রাতে কালেঙ্গা এলাকা থেকে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়।
বিষয়টি মৌলভীবাজার২৪ ডট কমকে নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত ওসি ইয়াছিনুল হক।
জসীম মিয়া কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামের মৃত মকবুল হোসেন এর ছেল।
পুলিশ সূত্রে জানাযায়,জসীম সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ অনুষ্ঠান জন্মাষ্টমীকে উপলক্ষ করে কিছু বাজে মন্তব্য লিখে তার ফেইসবুক আইডি থেকে প্রচার করে। বিষয়টি পুলিশ সুপার এর নির্দেশে উক্ত জসীমকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। তার আইডি সহ বিস্তারিত অনুসন্ধান করে যথাযথ পদক্ষেপ নেওয়া হইবে।
সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবিনয়ে অনুরোধ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
Developed By Radwan Web Service