মৌলভীবাজারের কমলগঞ্জে সাংবাদিক আব্দুল বাছিত খান এর উপর দূর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৪ আগস্ট রোববার দুপুরে কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে উপজেলা চত্বরে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ সম্পাদক ও পৌর মেয়র মোঃ জুয়েল আহমদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, প্রথম আলো প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু, ইত্তেফাক প্রতিনিধি নুরুল মোহাইমিন মিল্টন, সমকাল প্রতিনিধি প্রণীত রঞ্জন দেব নাথ, মানবজমিন প্রতিনিধি সাজিদুর রহমান সাজু, জুড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সভাপতি ইসমাইল মাহমুদসহ বিভিন্ন উপজেলা থেকে আসা সাংবাদিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য গতকাল শনিবার দুপুরে চা শ্রমিকদের ধর্মঘটের সংবাদ সংগ্রহ করে ফেরার পথে কমলগঞ্জের উবাহাটা এলাকায় কয়েকটি মোটর সাইকেল নিয়ে হেলমেট পরা অবস্থায় দূর্বৃত্তরা এলোপাথারি কুপিয়ে মারাত্মক জখম করে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বক্তারা বলেন, অভিলম্বে দোষিদের গ্রেফতার করে আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলা হবে।
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি