র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯, সদর ক্যাম্প, সিলেট এর অভিযানে মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন এলাকা থেকে চাঞ্চল্যকর গৃহবধূ গণধর্ষণ মামলার এজাহারনামীয় ০১ নং পলাতক আসামী ভন্ড কবিরাজ সুহেল মিয়াকে গ্রেফতার করে।
গত ০১ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ তারিখ রোজ বৃহস্পতিবার ভিকটিম নিজের ০৪ বছরের ছেলেকে স্বামীর হেফাজত থেকে নিজের হেফাজতে আনার জন্য ভন্ড কবিরাজ সুহেল মিয়া @ কবিরাজ (৩৫) এর শরণাপন্ন হলে, কবিরাজ তাকে চিকিৎসা না করিয়ে সন্ধ্যা ০৭০০ ঘটিকা পর্যন্ত বিভিন্ন টালবাহানা করে বসিয়ে রাখে।
পরবতীতে ঘটনার দিন সন্ধ্যার সময় আসামী সুহেল মিয়া কবিরাজ (৩৫) অজ্ঞাতনামা আরো ০১ জনের সহায়তায় ভিকটিমকে গোলাপগঞ্জ মডেল থানাধীন উত্তর ধারাবহর সাকিনস্থ ০১ নং এজাহারনামীয় আসামী সুহেল মিয়া @ কবিরাজ (৩৫) এর বসত ঘরের ভিতর ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
এই ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে গত ০৪ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ তারিখ এজাহারনামীয় ০১ জন সহ অজ্ঞাতনামা আরো ০১ জনের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় জোরপূর্বক গণধর্ষণ এর একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-৯ তার গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, সদর ক্যাম্প, সিলেট এর একটি আভিযানিক দল ০৯ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ তারিখ মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট জেলার গোলাপগঞ্জ মডেল থানার জোরপূর্বক গণধর্ষণ মামলার এজাহারনামীয় ০১ নং আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী সিলেট জেলার গোলাপগঞ্জ থানার উত্তর ধারাবহর এলাকার বাসিন্দা সইব উদ্দিন এর ছেলে সুহেল মিয়া কবিরাজ (৩৫)। ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা আসামীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি