কমলগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা ৫ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ইউএনও সিফাত উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পুষ্টি কর্মকর্তা এবিএম মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
সভার শুরুতেই উপজেলা পুষ্টি কর্মকর্তা এবিএম মোয়াজ্জেম হোসেন প্রজেক্টরের মাধ্যমে বিগত দিনগুলোতে পরিচালিত পুষ্টি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম উপস্থাপনা করেন। পরে মুক্ত আলোচনায় কমলগঞ্জ উপজেলার পুষ্টি প্রকল্প ও পুষ্টি সচেতনতা বৃদ্ধিকরণে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম ভূঁইয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা সিদ্দিকুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: হোসনে আরা তালুকদার, ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, হীড বাংলাদেশের লিঁয়াজো অফিসার নুরে আলম সিদ্দিক, অধ্যাপক শাহাজান মানিক, সাংবাদিক মুজিবুর রহমান প্রমুখ।
Developed By Radwan Web Service