কমলগঞ্জে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাটির স্বাস্থ্য সুরক্ষায় ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট উৎপাদন ও ব্যবহার বিষয়ক তিনদিনব্যাপী কৃষক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।
উপজেলা কৃষি কর্মকর্তা জনি খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, জাইকা এর প্রতিনিধি মোঃ মুজিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বজিত রায়, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল কাদের প্রমুখ। এতে ৪০ জন কৃষক/কৃষাণী অংশগ্রহণ করেন।স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) সহযোগিতায় কমলগঞ্জ উপজেলা পরিষদ এর আয়োজন করে।
তিনদিনব্যাপী প্রশিক্ষণে মাটির স্বাস্থ্যে কি? মাটির স্বাস্থ্যের গুরুত্ব, জৈব সার কি? জৈব সারের গুরুত্ব ও প্রকারভেদ, ভার্মি কম্পোস্ট উৎপাদন পদ্ধতি, ট্রাইকো কম্পোস্ট উৎপাদন প্যাকেটজাতকরণ ও বাজারজাতকরণ বিস্তারিত বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের সরেজমিনে মাঠ পরিদর্শন করানো হয়।
Developed By Radwan Web Service