কমলগঞ্জে প্রাথমিক পর্যায়ে শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট তৈরি ও পাঠদান বিষয়ক ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসুচী শুরু হয়েছে। ৫ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ও জাইকার সহযোগিতায় ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসুচীর উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, জাইকা প্রতিনিধি মুজিবুর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর ইকবাল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিঞা প্রমুখ। ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসুচীতে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
Developed By Radwan Web Service