কমলগঞ্জে প্রগতিশীল বাম রাজনীতিবিদ, হাওর করাইয়া কৃষক আন্দোলনের সংগঠক, লেখক-সাংবাদিক, কবি ডা. আবু কায়সার খানের দ্বাদশ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার ১৯ অক্টোবর সকাল সাড়ে ১০টায় মুন্সীবাজার ইউপির মির্জানগরস্থ তাঁর সমাধিতে লোকায়ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ অর্পন করা হয়। পরে এক আলোচনা সভা ও “লোকায়ত বাংলা” ৫ম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। সংগঠনের সভাপতি কবি নিখিল কান্তি গোস্বামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃগেন চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক ডা. অবনী শর্ম্মা, রাজিয়া খান, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক জয়নাল আবেদীন, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, বিউটি খান ও প্রয়াতের ছোট ভাই আব্দুল মুগ্নি খান হেলাল প্রমুখ। আলেচনা সভা শেষে “লোকায়ত বাংলা” ৫ম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
Developed By Radwan Web Service