কমলগঞ্জে বাঘবাড়ি যুব ও ক্রীড়া সমাজ কল্যান সংঘের আয়োজনে গুণীজন সংবর্ধনা ও সদস্য বরণ অনুষ্টিত হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৯ টায় মাধবপুর ইউনিয়নের বাঘবাড়ি মন্ডপে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ডেপুটি ডাইরেক্টর বাঘবাড়ি গ্রামের কৃতি সন্তান বিমল কুমার সিংহ ও মাধবপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আসিদ আলিকে বাঘবাড়ি যুব ও ক্রীড়া সমাজ কল্যান পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংঘের সভাপতি সত্যবান সিংহের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ডেপুটি ডাইরেক্টর বিমল কুমার সিংহ। বিশেষ অতিথি ছিলেন মাধবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আসিদ আলি, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষ্মী নারায়ন সিংহ, একাউন্টস এন্ড অডিট অফিসার সিএজি ঢাকার রবীন্দ্র কুমার সিংহ, মণিপুরি ললিতকলা একাডেমির গবেষনা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ, সবেক কৃষি কর্মকর্তা রবীন্দ্র সিংহ, বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়ার শিক্ষক জয়চন্দ্র সিংহ, মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যামসুন্দর সিংহ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে স্বপ্নের সোনার বাংলাদেশকে শান্তিপ্রিয়, দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে বাঘবাড়ি যুব ও ক্রীড়া সমাজ কল্যান সংঘের প্রতি আহবান জানান। এসময় গ্রামের শতাধিক নারী-পুরুুষ গুণীজন সংবর্ধনা ও সদস্য বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Developed By Radwan Web Service