মৌলভীবাজারের কমলগঞ্জে ৫‘শ গ্রাম গাজাসহ জহির মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার ২৯ অক্টোবর দুপুরে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখ থেকে তাকে আটক করে পুলিশ।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুর রহমান, এএসআই মোঃ মনিরুল ইসলাম ও জুনায়েদ আহমেদসহ পুলিশ সদস্য অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জহির মিয়াকে আটক করে। এ সময় তার সাথে থাকা ৫০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
Developed By Radwan Web Service