• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

জেলা পরিষদ নির্বাচন : কমলগঞ্জে অধ্যক্ষ হেলাল ও সংরক্ষিত আসনে হেলেনাবিজয়ী-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল / ৬১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জে সুষ্ঠু শান্তিপূর্ণভাবেপ্রথমবারের মতো ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকেকমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইভিএমে শুরু হয়ে চলে বেলা ২টা পর্যন্ত। ভোটারের চেয়েআইনশৃংখলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকর্মচারী উৎসুক জনতার সংখ্যাই বেশি। নির্বাচনে সদস্যপদে অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন (তালা) সংরক্ষিত নারী সদস্যা পদে হেলেনা চৌধুরী (ফুটবল) বেসরকারীভাবেনির্বাচিত হয়েছেন।

Helena-Chowdhory.jpg

নির্বাচনে সদস্য পদে ৭নং ওয়ার্ডে (কমলগঞ্জ উপজেলা) জন প্রতিদ্বন্ধিতা প্রার্থীর মধ্যে অধ্যক্ষ মো: হেলালউদ্দিন (তালা) ৮৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। অন্য প্রার্থীরা পেয়েছেন বিকাশ চন্দ্র পাল (হাতি) ২৫ ভোট, মো: মবশি^ আলী (টিউবওয়েল) ১৭ ভোট মো: তোফায়েল করিম চৌধুরী (অটোরিক্সা) ভোট।

এছাড়া সংরক্ষিত নারী সদস্যা পদে ৭নং ওয়ার্ডে (কমলগঞ্জ উপজেলা) হেলেনা চৌধুরী (ফুটবল) ৭৮ ভোট তফাদার রিজুয়ানা ইয়াসমীন সুমী (বই) ৫২ ভোট পেয়েছেন। ৬নং ওয়ার্ডে (শ্রীমঙ্গল উপজেলা) হেলেনা চৌধুরী(ফুটবল) ৭২ ভোট তফাদার রিজুয়ানা ইয়াসমীন সুমী (বই) ৬০ ভোট পেয়েছেন। ৩৬ ভোট বেশি পেয়ে হেলেনাচৌধুরী বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service